পূর্বের সেইভ থাকা অথবা নতুন সেইভ করা কোন লিংক 30 miniute পর ভিজিট করা যাবেনা

 

প্রথমেই বলে নিচ্ছি, আমাদের কোন প্রকার এন্ড্রয়েড অ্যাপ নেই এবং অন্য কোন সাইট ও নেই। আমাদের সাইটের অফিসিয়াল লিংক পেতে সবসময় https://fast-history.localsite.io লিখে ঢুকবেন। তাহলে যেটা খোলা থাকবে, সেটাতেই ঢুকে যাবে।

!! বিস্তারিত !!

আমাদের সাইটের পূর্বের সকল লিংক আগে সেইভ রাখলে সেটায় পরবর্তীতে যেকোন সময় ঢুকলেই কাজ করতো। যেটা অনেকের জন্যই সুবিধাজনক। কারণ, অনেকেই সময় স্বল্পতায় বা পরবর্তীতে লিংকে ঢুকবে বলে লিংক সেইভ করে রাখে। যেটা নিয়ে আমার কোন মাথা ব্যথাই ছিলোনা।

কিন্তু, বেশ কিছুদিন ধরে আমাদের সাইটের সকল ডেটা, ডাউনলোড লিংক সবকিছু অনেকেই স্ক্র‍্যাপ তথা আমাদের ডেটা হুবহু কপি করে তারা ফেইক কয়েকটি mcb সাইট এবং অনেকগুলো এন্ড্রয়েড অ্যাপ খুলে। তারা কিন্তু কিছুই আপলোড দেয়না, কোন কষ্ট ই করেনা। mcb কিছু আপলোড হলে অটোমেটিক তাদের ফেইক সাইটগুলোতে এবং অ্যাপগুলোতে চলে যায়। অথচ, কষ্ট করে আপলোড দিচ্ছি আমি। খাটছি আমি। প্রতি মাসে সারভার এবং বিভিন্ন কিছুর পেছনে নানান খরচ আমার যাচ্ছে। মেন্টেইন আমি করছি। সময় খরচ করে, কষ্ট করে রাত জেগে আপলোড আমি করছি। ওদিকে তারা কিছু না করেই সাইটের লিংক অটোমেটিক কপি করে তাদের ফেইক সাইটে বসিয়ে নিচ্ছে।

ঠিক এর ফলে আমি এই সীদ্ধান্ত নেই যে, আমি প্রতিটা লিংক ১ ঘন্টা করে সাইটে ভ্যালিড রাখবো। এতে করে কেউ যদি mcbd er লিংক কপি করে তাদের সাইটে বসায় ও, সেটায় ১ ঘন্টা পর আর ঢুকবেনা।

এসবের জন্যই লিংকগুলো ১ ঘন্টা করে ভ্যালিড করা। জানি আপনাদের অনেকের একটু কষ্ট হবে। কিন্তু, আপনি দিনরাত খেটে বছরের পর বছর ধরে একটা জিনিস গড়লেন আর অন্য কেউ এসে এক চুটকিতে কপি করে সে একই জিনিস বানিয়ে ফেললো, এটা আদৌ আপনার সহ্য হবে?

এটুকুই। যদি আমার সমস্যাটা আপনারা সবাই বুঝে থাকেন, তাহলে আশা করি ডাউনলোড করার জন্য একবার সাইট থেকে ঢুকাটা অতোটাও কষ্টের হবেনা।

সমস্যাটির জন্য আন্তরিকভাবে দুঃখিত আমি আবারো। ধন্যবাদ ❤️

ignore Keyword: moviecornerbd.com , mcblove.xyz , moviecornerbd.ga , moviecornerbdlove365 , mcblove.in